• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বাংলাদেশ

লালমনিরহাটে জুয়া খেলার দায়ে ৪ জনের কারাদণ্ড

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট সংবাদদাতা

 প্রকাশিত: ০৮:১৫, ১১ জানুয়ারি ২০১৭

লালমনিরহাটে জুয়া খেলার দায়ে ৪ জনের কারাদণ্ড

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় জুয়া খেলার অপরাধে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও হাতীবান্ধা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আজিজুল রহমান এ কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডিতরা হলেন, রফিকুল রহমান, আহেদুল ইসলাম, আসাদুল ইসলামকে ও হয়রত আলী। এরমধ্যে প্রথম ৩ জনকে ১৫ দিন ও আরেকজনকে ৭ দিনের কারাদণ্ড হয়। তাদের বাড়ি পশ্চিম বেজগ্রাম ও পুর্ব সিন্দুনা গ্রামে বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোরে উপজেলার পুর্ব সির্ন্দুনা এলাকায় একটি মাছের খামারে জুয়া খেলার সময় তাদের আটক করে হাতীবান্ধা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আজিজুল রহমান ও থানার উপ-পরিদর্শক নুর আলমসহ পুলিশের একটি দল।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের জেলে প্রেরণ করা হয়েছে।  

জানুয়ারি ১১, ২০১৭

মন্তব্য করুন: