• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ভিনদেশ

পানির ওপর দিয়ে হাঁটার রাস্তা

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ০৭:৩৭, ১৩ জানুয়ারি ২০১৭

পানির ওপর দিয়ে হাঁটার রাস্তা

কখনও সবচেয়ে উঁচু সেতু বানিয়ে, কখনও কাঁচের সেতু বানিয়ে, কখনও চালকহীন মেট্রো চালিয়ে দুনিয়া চমকে দিয়েছে চিন। এবার পানির মধ্যে দিয়ে হাঁটার রাস্তা তৈরি করলো দেশটি। নতুন এই রাস্তায় মাঝ নদী দিয়ে আরামসে হাঁটতে পারবেন পিচঢালা রাস্তার মতো।

দক্ষিণ-পশ্চিম চিনের গুইঝাউ প্রদেশে হংসুই নদীর উপর এই রাস্তা।

চিনের পর্যটন মন্ত্রণালয় জানায়, সম্প্রতি উদ্বোধন হওয়া এই রাস্তাটি ৫৪ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। পানির ওপর ভেসে থাকা রাস্তাটির দৈর্ঘ্য প্রায় ৫০ কিলোমিটার। গোটা রাস্তাটাই নানান উপকরণ দিয়ে সুন্দর করে সাজানো।

যুক্তরাষ্ট্রের ম্যানহাটন শহরের মোট আয়তনের প্রায় দ্বিগুণ ভাসমান এই রাস্তায় লাগানো রয়েছে ১০ হাজার বাতি। প্রতি সন্ধ্যায় আলো আর সুরের খেলা দেখতে ভিড় জমায় অসংখ্য পর্যটক।

২০১৭ সালের প্রথম দিনেই দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছিল এই রাস্তা। এখনও পর্যন্ত ৭৫ হাজারেরও বেশি পর্যটক এসেছেন এটি দেখতে।

শুধুমাত্র আলো বা রঙের সজ্জাই নয়, পর্যটকদের বিনোদনের জন্য এখানে রয়েছে জেটপ্যাক, ওয়াটার বাইকের মতো একাধিক আধুনিক ওয়াটার স্পোর্টস। পর্যটকদের মনোরঞ্জনের জন্য পানির মধ্যেই জিমন্যাস্টিকের নানান কসরতও দেখায় চিনা তরুণীরা।

জানুয়ারি ১৩, ২০১৭

মন্তব্য করুন: