• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বাংলাদেশ

ইউএনওর মরদেহ নিয়ে কেঁদে ফেললেন ডিসি

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট সংবাদদাতা

 প্রকাশিত: ১১:১৪, ১৮ জানুয়ারি ২০১৭

ইউএনওর মরদেহ নিয়ে কেঁদে ফেললেন ডিসি

লালমনিরহাট: বাগেরহাটের রামপালের প্রয়াত ইউএনও রাজিব কুমার রায়ের মরদেহ গ্রহন করেই কেঁদে ফেললেন লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজিবের মরদেহবাহী হেলিকপ্টার থেকে মরদেহ গ্রহন করার সময় এ দৃশ্যের অবতারণা হয়।

মঙ্গলবার সকাল ৬টার দিকে ঢাকা এ্যাপোলো হাসপাতালে কিডনী রোগে চিকিৎসাধীনাবস্থায় মারা যান রামপালের ইউএনও রাজিব কুমার রায়। বিকেলে তার মরদেহ বাগেরহাট থেকে লালমনিরহাটের আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে তার মরদেহ গ্রহন করেন জেলা প্রশাসক।
 
এ সময় রাজিবের মরদেহ দেখে আগুন্তুকদের কান্নায় ভারি হয়ে উঠে পুরো এলাকা। পরে আদিতমারী কেইউপি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মরদেহে শেষ শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, তার সহকর্মী, বন্ধু, আত্নীয় স্বজন ও এলাকাবাসী।

শ্রদ্ধা নিবেদন শেষে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জেলা প্রশাসক ও তার সহকর্মীরা। এ সময়ও কান্নায় ভেঙ্গে পড়েন জেলা প্রশাসক আলাউদ্দিন খান।

প্রয়াত ইউএনও রাজিবের বাবা বারিণ কুমার রায় একমাত্র ছেলেকে হারানোর শোকে বারবার মুর্ছা যাচ্ছেন। তার স্ত্রী বাগেরহাটের ফকিরহাট উপজেলার ইউএনও অনিন্দিতা রায় দুই সন্তান অরুনী (৪) ও অর্ককে (৬ মাস) নিয়ে নির্বাক হয়ে পড়েছেন।

রাতে কান্তেশ্বরপাড়া শ্মাশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে বলে পরিবার সুত্রে জানা গেছে।

জানুয়ারি ১৮, ২০১৭

মন্তব্য করুন: