• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বাংলাদেশ

তেল চুরির অভিযোগে দুই ট্রেন চালক বরখাস্ত

লালমনিরহাট সংবাদদাতা

 প্রকাশিত: ০৯:১০, ১৯ জানুয়ারি ২০১৭

তেল চুরির অভিযোগে দুই ট্রেন চালক বরখাস্ত

লালমনিরহাট: বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তেল চুরির অভিযোগে চালক আব্দুল কাদের জিলানী ও সহকারী চালক মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে সুত্রে জানা যায়, দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে লোকোসেড রহমতনগর রেল কলোনীর পাশে গত (১৪ জানুয়ারি) শনিবার মধ্যরাতে রেল ইঞ্জিন থেকে তেল চুরি করে ওই দুই চালক। এ সময় রেলওয়ে পুলিশ অভিযান চালিয়ে ২ শত ৪০ লিটার তেল উদ্ধার করে।

পরে এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়। তেল পাচারের ঘটনাটি উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আসলে গত মঙ্গলবার ওই দুই চালককে সাময়িক বরখাস্ত করা হয়।

পার্বতীপুর রেলওয়ে লোকোসেডের ইনচার্জ এসএসএই আব্দুল মতিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

জানুয়ারি ১৯, ২০১৭

মন্তব্য করুন: