• ঢাকা

  •  বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

বাংলাদেশ

পার্বতীপুরে শিক্ষক নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবীতে মানববন্ধন

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর সংবাদদাতা

 প্রকাশিত: ০৯:২৮, ১৯ জানুয়ারি ২০১৭

পার্বতীপুরে শিক্ষক নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবীতে মানববন্ধন

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে হাবড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার রায়কে শারিরিক নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে পার্বতীপুর উপজেলার হাবড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সম্মুখে পার্বতীপুর-হাবড়া সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।

নির্যাতনের বিচার না করা হলে আগামী এক সপ্তাহ প্রতিদিন মানববন্ধন কর্মসূচী পালনের আল্টিমেটাম দেন শিক্ষকবৃন্দ। এর পরেও যদি বিচার না হয় তবে পরবর্তীতে ক্লাশ বর্জনের সিদ্ধান্ত গ্রহন করবে বলে ঘোষনা দেন মানববন্ধনে অংশ নেয়া শিক্ষকরা।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারী সোমবার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব মোহসিন আলী বেলা ১১টায় বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কার্যালয়ে প্রবেশ করে তাকে শারিরিক ভাবে নির্যাতন করে এবং এক পর্যায়ে তাকে বিদ্যালয় থেকে বের করে দেয়ার চেষ্টা করে। এ ব্যাপারে প্রধান শিক্ষক দিলিপ কুমার গত ১৭ জানুয়ারী মঙ্গলবার পার্বতীপুর মডেল থানায় একটি জিডি করেন। যার নং-১৭২।

এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোছাঃ সাবিনা ইয়াসমিন, সহকারি শিক্ষক (কম্পিউটার) মোছাঃ রেজিনা পারভীন, সহকারি শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুল আজিজ। এ সময় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

জানুয়ারি ১৯, ২০১৭

মন্তব্য করুন: