• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

প্রযুক্তি

ইউটিউব থেকে ১ লাখ ডলার আয় করেন এই মহিলা কৃষক

প্রযুক্তি ডেস্ক

 প্রকাশিত: ০৬:২৩, ২৩ জানুয়ারি ২০১৭

ইউটিউব থেকে ১ লাখ ডলার আয় করেন এই মহিলা কৃষক

জেনিফার কিং। পেশায় কৃষক। ধুলো-বালি, গরু-ছাগল, খেত-খামার এসব নিয়েই ব্যাস্ততা। কিন্তু মোটেই আমাদের চেনা কাঁধে গামছা ফেলা গ্রাম বাংলার নেহাত আটপৌরে কৃষক নন।

যুক্তরাষ্ট্রের উত্তর-ক্যারোলিনার এই কৃষক নিজেকে প্রযুক্তির সাথে যুক্ত রাখেন। ইউটিউবে তার সাবস্ক্রাইবার ১ লাখ ৫৫ হাজার।

পঞ্চাশ বছর বয়সি কৃষক জেনিফার কিং-কে সোশ্যাল মিডিয়া ফার্ম গার্ল জেন (Farm Girl Jen) নামে পরিচিত।
<iframe allowfullscreen="" frameborder="0" height="360" src="https://www.youtube.com/embed/vx691RmnWtQ" width="640"></iframe>
নিজেকে এতটাই প্রাণবন্ত ও ‘ফিট’ রেখেছেন যে, বয়স পঞ্চাশ পেরোলেও তাকে দেখে বোঝার উপায় নেই। প্রতিদিনের রুটিন করে জিম করেন।

জেনিফার বললেন, ‘প্রতিদিন একটু একটু করে বুড়িয়ে যাওয়া আমার পছন্দ নয়। তাই টিনএজারদের মতোই এই বয়সেও শরীরচর্চা করি।’

২০১২ সালে স্বামী জ্যাসনের সঙ্গে প্রথম নিজের ভিডিও পোস্ট করেন জেনিফার। সোশ্যাল মিডিয়ায় বিপুল জনপ্রিয়তা পায় সেই ভিডিও। এরপর থেকে প্রায়ই জেনিফারের বিভিন্ন রকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জ্যাসন। আর হুরহুর করে বাড়তে থাকে সাবস্ক্রাইবার। এখন ইউটিউব থেকেই বছরে লক্ষাধিক ডলার আয় করেন জেনিফার।

জানুয়ারি ২৩, ২০১৭

মন্তব্য করুন: