• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বাংলাদেশ

গ্রেফতার হয়নি রংপুর মেডিনোভা ক্লিনিকের মালিক ও চিকিৎসক

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট সংবাদদাতা

 প্রকাশিত: ১১:০৮, ২৩ জানুয়ারি ২০১৭

গ্রেফতার হয়নি রংপুর মেডিনোভা ক্লিনিকের মালিক ও চিকিৎসক

লালমনিরহাট: ‘আমার ছেলের মত আর কারো ছেলের যেনো ভুল চিকিৎসায় মৃত্যু না ঘটে, সেই কারণেই আমার ছেলের মৃত্যুর সাথে জড়িতদের বিচার দাবী করছি। ওনাদের গ্রেফতার করে বিচারের ব্যবস্থা করুন’ এভাবে কান্না করে কথা গুলো বললেন, ভুল চিকিৎসায় মৃত্যু লালমনিরহাটের পাটগ্রামের বকুল হোসেনের মা ববিতা বেগম।

এ ঘটনায় রংপুর মেডিনোভা ক্লিনিকের ম্যানেজার তুলে চন্দ্র রায়কে গ্রেফতার করা হলেও এখন পর্যন্ত ওই ক্লিনিকের মালিক আব্দুল্লাহ আল মামুন ও চিকিৎসক ডা. জাহিদ হোসেন গ্রেফতার হয়নি।

পুলিশের দাবি, মালিক ও চিকিৎসক পালাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দুলাল হোসেনের ছেলে বকুল গত ২ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে ওই দিনেই তাকে রংপুরের সোনার বাংলা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে ২ দিন থাকার পর দালালের খপ্পরে পরে ৪ জানুয়ারি বকুলকে মেডিনোভা ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর ৭ জানুযারি সেখানে বকুলের দুই পায়ে অস্ত্রোপচার করেন ডা. জাহিদ হোসেন। ৯ জানুযারি পর্যন্ত তার জ্ঞান না ফিরলে তড়িঘড়ি করে রংপুর মেডিকেলে ভতির জন্য পাঠিয়ে দেন ক্লিনিক কর্তৃপক্ষ। সেখানে জ্ঞান না ফেরা অবস্থায় শনিবার বিকালে মারা যান বকুল।

এ দিকে খোঁজ নিয়ে জানা যায়, মেডিনোভা ক্লিনিকটির মালিক আনিছুর রহমান স্বাস্থ্য বিভাগের চতুর্থ শ্রেনির কর্মচারী। তিনি বর্তমানে বরিশালে কর্মরত আছেন। অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে ক্লিনিকটি পরিচালনা করে আসছিলেন তিনি। তবে সরকারি চাকুরিজীবী হওয়ায় সেটির মালিকানা ও দেখভাল করছিলেন তারই ভগ্নিপতি আব্দুল্লাহ আল মামুন। ঘটনার পর থেকে মামুনও পলাতক।

রংপুর পুলিশ সপুার মিজানুর রহমান জানান, মেডিনোভা ক্লিনিকের ম্যানেজারকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। মালিক ও চিকিৎসককে গ্রেফতারে অভিযান চলছে। তারা দ্রুত গ্রেফতার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জানুয়ারি ২৩, ২০১৭

মন্তব্য করুন: