• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় পারাবত ট্রেনে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিনিধি

 প্রকাশিত: ০৬:০২, ২৪ জানুয়ারি ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় পারাবত ট্রেনে অগ্নিকাণ্ড

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের আউটার লাইনে পৌঁছানোর পরপর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। আগুন নেভানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, হঠাৎ ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে। তারপর দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারন জানা যায়নি।

জানুয়ারি ২৪, ২০২০

মন্তব্য করুন: