• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বাংলাদেশ

ফরিদপু-ভাঙ্গা রেল যোগাযোগ উদ্বোধন রোববার

নিজস্ব সংবাদদাতা

 প্রকাশিত: ০৫:৩৩, ২৫ জানুয়ারি ২০২০

ফরিদপু-ভাঙ্গা রেল যোগাযোগ উদ্বোধন রোববার

ফরিদপুর: দীর্ঘ প্রত্যাশিত ফরিদপুর-ভাঙ্গা রেলপথ আগামীকাল রোববার (২৬ জানুয়ারি) উদ্বোধন হবে।

টেলিকনফারেন্সের মাধ্যমে এই রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুই যুগ আগেও এই রেলপথ সচল ছিল। পরে ১৯৯৬ সালে হঠাৎ করে বন্ধ হয়ে যায় এই রেলপথ।

প্রায় ২৪ বছর পর ফের রেলপথটি চালুর উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। রাজবাড়ী এক্সপ্রেস নামে ২টি ট্রেন সকাল ও বিকাল দুইবার চলাচল করবে।

পদ্মাসেতু চালু হলে এই পথ দিয়ে ঢাকাসহ অন্যান্য জেলায় যাতায়াতের সুযোগ তৈরি হবে বলে খুশি স্থানীয়রা।

ইতোমধ্যে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ফরিদপুর-ভাঙ্গা রেলপথ পরিদর্শন করেছেন।

রেলমন্ত্রী বলেন, 'ট্রেনটির নাম ছিল ফরিদপুর এক্সপ্রেস, প্রধানমন্ত্রী নিজ হাতে লিখে দিয়েছেন রাজবাড়ী এক্সপ্রেস। এটা এখান থেকে রাজবাড়ী এক্সপ্রেস নামে ভাঙ্গা থেকে নিয়মিত যাতায়াত করবে।'

জানুয়ারি ২৫, ২০২০

মন্তব্য করুন: