• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বাংলাদেশ

মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

নিজস্ব সংবাদদাতা

 প্রকাশিত: ০৫:৩২, ২৮ জানুয়ারি ২০২০

মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শেরপুরের বাউরভাগ এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৪ জন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে।

শেরপুর পুলিশ ফাঁড়ি ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকালে মৌলভীবাজার–শেরপুর সড়কে বাউরভাগ এলাকায় একটি পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাউরভাগ এলাকার মুজাহিদুল ইসলাম মারা যান।

এ ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতাল নেওয়া হলে আল-আমিন নামে আরও এজন মারা যান। আহত দুইজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপর দুইজনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান ও অটোরিকশাটি আটক করেছে।

জানুয়ারি ২৮, ২০২০

মন্তব্য করুন: