• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বাংলাদেশ

মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

 প্রকাশিত: ০৮:১৬, ২৮ জানুয়ারি ২০২০

মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ জনের মৃত্যু

মৌলভীবাজার: মৌলভীবাজার শহরের সাইফুর রহমান সড়কে পিংকি সু স্টোর নামে একটি জুতার দোকানে অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে একটি দু'তলা ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পিংকি সু স্টোরের মালিক সুভাষ রায় (৬৫), তার মেয়ে প্রিয়া রায় (১৯), ভাইয়ের স্ত্রী দিপ্তী রায় (৪৮), শ্যালকের বউ দিপা রায় (৩৫) ও দিপা রায়ের মেয়ে বৈশাখী রায় (৩)।

মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন বলেন, দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ৫ জনের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, পিংকি সু স্টোরের পেছনে বাসা ছিল। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে জুতার দোকানে আগুন লেগে যায়। পরে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে বাসায়। আগুনের কারণে বাসা থেকে বের হতে না পেরে সেখানেই মৃত্যু হয়েছে ওই ৫ জনের।

জানুয়ারি ২৮, ২০২০

মন্তব্য করুন: