• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বাংলাদেশ

বগুড়ায় বস্তাবন্দি নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিনিধি

 প্রকাশিত: ০৭:২৫, ১১ ফেব্রুয়ারি ২০২০

বগুড়ায় বস্তাবন্দি নবজাতক উদ্ধার

বগুড়া: বগুড়ায় বস্তাবন্দি অবস্থায় এক নবজাতক উদ্ধার করা হয়েছে। পরে আশঙ্কাজনক অবস্থায় নবজাতককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে ববি নামের একজন নারী অজ্ঞাত এই শিশুটিকে বগুড়ার তিনমাথা রেলগেইট এলাকা থেকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। এসময় শিশুটির শরীর বালি ও মাটিতে নোংরা অবস্থায় ছিল।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা আজিজ মন্ডল জানান, ধারনা করা হচ্ছে অদক্ষ ও অপরিচ্ছন্ন পরিবেশে জন্ম নেয়ায় নবজাতকটির শরীরের বেশিরভাগ রক্ত শরীর থেকে বেড়িয়ে গেছে। যার ফলে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে হাসপালে ভর্তির পর ইনসেন্টিভ কেয়ারে চিকিৎসা চলছে।

ফেব্রুয়ারি ১১, ২০২০

মন্তব্য করুন: