• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বাংলাদেশ

বানিয়াচংয়ে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি

 প্রকাশিত: ০৯:৪০, ১১ ফেব্রুয়ারি ২০২০

বানিয়াচংয়ে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

বানিয়াচং(হবিগঞ্জ): হবিগঞ্জের বানিয়াচংয়ে অরুণ দাস নামে এক ইউপি সদস্যের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে পুকরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য অরুণ দাসের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, পুকরা ইউপি সদস্য অরুণ দাস সোমবার পার্শ্ববর্তী কবিরপুর গ্রামে একটি ধর্মীয় উৎসবে যোগ দিতে বাড়ি থেকে বের হন। মঙ্গলবার সকালে তাঁর বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু ভোরে স্থানীয় লোকজন চাষাবাদের জন্য হাওড়ে যাবার পথে একটি বাগানবাড়ির পুকুরপাড়ে তাঁর বিবস্ত্র ও চোখ উপড়ানো মরদেহ দেখতে পান।

খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাসহ আশপাশের বিভিন্ন ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে ছুটে যান।

ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেব্রুয়ারি ১১, ২০২০

মন্তব্য করুন: