• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বাংলাদেশ

গোবিন্দগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে মা-মেয়ে নিহত

নিজস্ব প্রতিনিধি

 প্রকাশিত: ০২:২৪, ১২ ফেব্রুয়ারি ২০২০

গোবিন্দগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে মা-মেয়ে নিহত

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে হানিফ পরিবহনের একটি বাস ও বাঁশ বোঝাই একটি ট্রাকের সংঘর্ষে বাস উল্টে পথচারী মা-মেয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রয়ারি) দিনগত রাত এগারটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর অভিরামপুর এলাকায় দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর গ্রামের মৃত খোকা মিয়ার স্ত্রী শেফালী বেগম (৪৫) ও তার মা রাহেলা বেওয়া(৭৫)।

স্থানীয়রা জানায়, নিহত মা-মেয়ে গাড়ীর যাত্রী ছিলেন না। তাঁরা দোকানে প্রয়োজনীয় জিনিস কেনার জন্য অভিরাম বাজারে যাচ্ছিলেন। এসময় পঞ্চগড় থেকে  ছেড়ে আসা চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাস বিপরীত দিক হতে আসা বাঁশ বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসটি উল্টে গিয়ে পথচারী মা মেয়ে গুরুত্বর আহত হয়। পরে এলাকাবাসী আহত মা ও মেয়েকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখানে কিছুক্ষন পর মেয়ে শেফালী বেগমের মৃত্যু হয়। পরে গুরুত্বর আহত মা রাহেলা বেগম বেগমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় বাস ও ট্রাকের চালক পলাতক রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফেব্রুয়ারি ১২, ২০২০

মন্তব্য করুন: