• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বাংলাদেশ

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কৃতজ্ঞতা প্রকাশ

সময়বিডি ডেস্ক

 প্রকাশিত: ১২:৩৯, ২৬ মে ২০২০

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কৃতজ্ঞতা প্রকাশ

ভয়াবহ ঘূর্ণিঝড় আম্ফানে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় তিনশত খুঁটি ভেঙ্গে যাওয়া এবং বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার প্রেক্ষিতে গত ২০ থেকে ২২ মে পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় দুঃখ প্রকাশ করেছে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি।

সেইসঙ্গে এলাকবাসী ও বাগেরহাট পল্লী বিদ্যুতের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।

মঙ্গলবার (২৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, 'ঘূর্ণিঝড়ের পর পরই সম্মানিত গ্রাহক, জনপ্রতিনিধি ও স্থানীয় এবং জেলা প্রশাসনের সহায়তায় করোনা ও রমজান মাসেই পল্লী বিদ্যুতের কর্মীরা অক্লান্ত পরিশ্রমে ২৩ মে তারিখের মধ্যেই বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ সচল করা সম্ভব হয়েছে। এজন্য বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে সকল সম্মানিত গ্রাহক, জনপ্রতিনিধি, স্থানীয় ও জেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।' 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে উত্তর বঙ্গপসাগরে বায়ুচাপের তারতম্য থাকায় এবং মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় ঝড়ো হাওয়া বইছে। এমতাবস্থায়, সকলকে সতর্ক থাকা এবং কোন গ্রাহক এখনো বিদ্যুৎবিহীন থাকলে বা বিদ্যুৎবিহীন হয়ে পড়লে স্থানীয় বিদ্যুৎ অফিসে অথবা বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির রূপসা সাব জোনাল অফিসে নিম্নবর্ণিত ফোন নম্বরে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
 
ফোন:  কাজদিয়া-০১৭৬৯-৪০০৮৪৪, শিয়ালি- ০১৭৬৯-৪০০৮৪৭, রহিমনগর- ০১৭৬৯৪০৭৫৩২

মে ২৬, ২০২০

মন্তব্য করুন: