• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বাংলাদেশ

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে শেখ রাসেল দিবস উদযাপন

বিশেষ প্রতিবেদক

 প্রকাশিত: ০৪:০৫, ১৯ অক্টোবর ২০২১

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে শেখ রাসেল দিবস উদযাপন

বগুড়া: বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) সকালে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি প্রভাষক শহীদুল ইসলাম, স্কুল শাখার প্রতিনিধি আঞ্জুয়ারা খাতুন, প্রভাষক আবুল বাশার, রাহাতারা বেগম, ফুলবর রহমান, এনামুল জাহিদ তিতাস সহ শিক্ষক শিক্ষার্থীরা।

দিবসটি তাৎপর্য উল্লেখ করে অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এবছর থেকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে দিনটি পালিত হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে প্রথমবারের মতো ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ প্রতিপাদ্যে দিনটি পালিত হচ্ছে। 

তিনি বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কোলে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু বিপদগামী ঘৃণ্য ঘাতকরা বঙ্গবন্ধুর পরিবারের সাথে শিশু শেখ রাসেলকেও হত্যা করে। সে সময় শিশু শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন। আজকের এই দিনে শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন উপলক্ষে আমরা তাঁকে গভীর ভালোবাসা ও পরম মমতায় স্মরণ করি এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।

তিনি আরও বলেন, শিশু রাসেলের জীবন সম্পর্কে আগামী প্রজন্ম শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে হবে। শেখ রাসেল বেঁচে থাকলে একজন আদর্শিক নেতা বাংলাদেশ পেতো। তাই তাঁর জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

অক্টোবর ১৮, ২০২১

মন্তব্য করুন: