• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বাংলাদেশ

বগুড়ায় শেখ রাসেলের জন্মদিনে ২ শতাধিক শিশুকে শিক্ষা উপকরণ বিতরণ ছাত্রলীগের

বিশেষ প্রতিবেদক

 প্রকাশিত: ০৪:১৪, ১৯ অক্টোবর ২০২১

বগুড়ায় শেখ রাসেলের জন্মদিনে ২ শতাধিক শিশুকে শিক্ষা উপকরণ বিতরণ ছাত্রলীগের

বগুড়া: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে শিশু শিক্ষার্থীদের মাঝে জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলামের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) সকালে বগুড়া সদরের উদ্দিরকোলা আলোড়ন পাবলিক স্কুলের ২ শতাধিক শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে একটি করে বাংলা, ইংরেজি ও গণিত খাতা ও একটি করে কলম বিতরণ করা হয়।

এ সময় শিক্ষার্থীদের মাঝে শেখ রাসেলের জীবনাদর্শ তুলে ধরে কথা বলেন জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম।

মুকুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও জননেত্রী শেখ হাসিনার আদরের ভাই শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন আজ। মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হবে। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা শিশু শেখ রাসেল বুলেটের আঘাতে হত্যা করে। তখন শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন। তাই সকলকে শিশুকে শেখ রাসেলের জীবনী সম্পর্কে জানা জরুরি।

শিক্ষা উপকরণ বিতরণকালে আলোড়ন পাবলিক স্কুলে এ সময় বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিউল্লাহ সরকার, সাবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী ইসরাইল হক সরকার, বগুড়া জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সদস্য মোঃ জিহাদুল ইসলাম জিহাদ, ছাত্রলীগ নেতা মোমিন, নাফিস, রাকিব, শাহরীন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অক্টোবর ১৮, ২০২১

মন্তব্য করুন: