• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বাংলাদেশ

বগুড়ার সুবিল উচ্চ বিদ্যালয় শেখ রাসেল দিবস উদযাপন

বিশেষ প্রতিবেদক

 প্রকাশিত: ০৪:২২, ১৯ অক্টোবর ২০২১

বগুড়ার সুবিল উচ্চ বিদ্যালয় শেখ রাসেল দিবস উদযাপন

বগুড়া: বগুড়ার সুবিল উচ্চ বিদ্যালয়ে শহীদ শেখ রাসেলের শুভ জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল।

সুবিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নওশাদ উর রহমান নিশান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য সাইদুর রহমান, সহকারী শিক্ষক রুহুল আমিন মোল্লা, স্বপন কুমার ঘোষ, মৌসুমী আকতার, জয়নাব বানু, আব্দুল মোমিন, খালেদা পারভিন, রুহুল আমিন রুবেল, শাহানা বেগম, মামুনসহ আরও অনেকে।

আলোচনাসভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের জীবনীতে থাকা দেশ ভাবনা তুলে ধরেন শিক্ষার্থীদের মাঝে।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন শিক্ষক রুহুল আমিন মোল্লা।

দোয়া শেষে শিক্ষার্থীদের নিয়ে অতিথিরা শেখ রাসেলের জন্মদিনের কেক কাটেন।

অক্টোবর ১৮, ২০২১

মন্তব্য করুন: