• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বাংলাদেশ

চুয়াডাঙ্গায় মাথায় তালগাছ পড়ে গ্রাণ গেলো গৃহবধুর

নিজস্ব প্রতিনিধি

 প্রকাশিত: ০৯:২০, ২৭ ফেব্রুয়ারি ২০২২

চুয়াডাঙ্গায় মাথায় তালগাছ পড়ে গ্রাণ গেলো গৃহবধুর

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় মাথার উপর তালগাছ পড়ে কুয়ারী খাতুন (৩৮) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা পৌরশহরের দৌলতদিয়াড় মাদরাসা পাড়ায় ওই দুর্ঘটনা ঘটে।

বাড়ির উঠোনে শুকানো কাপড় তুলতে গেলে তালগাছ গোড়া থেকে ভেঙে তার মাথার উপর পড়লে মারা যান তিনি। কুয়ারী খাতুন একই এলাকার সাহাবুব হোসেনের স্ত্রী।

নিহত কুয়ারী খাতুনের ননদ চম্পা খাতুন বলেন, রবিবার বেলা দেড়টার দিকে বাড়ির উঠোনে নেড়ে দেয়া শুকানো কাপড় গোছাতে যায় কুয়ারী খাতুন। এ সময় বাড়ির উঠোনে থাকা তালগাছ গোড়া থেকে উপড়ে তার মাথার উপর পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

চম্পা খাতুন আরো বলেন, দীর্ঘদিন ধরে ওই তালগাছের গোড়া পচে নষ্ট হয়ে গেছে। আজ ওই গাছ গোড়া থেকে উপড়ে পড়ে কুয়ারী খাতুনের মাথার উপর পড়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, পচা তালগাছ পড়ে কুয়ারী খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে শুনেছি। তার লাশ হাসপাতাল মর্গে রাখা আছে।

ফেব্রুয়ারি ২৭, ২০২২
সালাউদ্দীন কাজল/এবি

মন্তব্য করুন: