• ঢাকা

  •  রোববার, ডিসেম্বর ২২, ২০২৪

বাংলাদেশ

প্রাণের উচ্ছাসে শুরু হলো মঙ্গল শোভাযাত্রা

 আপডেট: ০৯:১৪, ১৫ এপ্রিল ২০২২

প্রাণের উচ্ছাসে শুরু হলো মঙ্গল শোভাযাত্রা

ঢাকা: বাংলা ১৪২৯ সালকে বরণ করে নববর্ষের মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে। ইউনেস্কো কর্তৃক ‘মানবতার স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে ঘোষিত মঙ্গল শোভাযাত্রার এবারের স্লোগান হচ্ছে- ‘নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় টিএসসির রাজু ভাস্কর্য প্রাঙ্গণ থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়েছে।

করোনা মহামারির কারণে গেল দুই বছর বর্ষবরণের মতো অনুষ্ঠান বন্ধ থাকার পর মঙ্গল শোভাযাত্রা এবার সশরীরে অনুষ্ঠিত হচ্ছে।

শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।

এদিকে শোভাযাত্রায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। কঠোর নিরাপত্তার চাদরে মোড়ানো রয়েছে পুরো এলাকা।

শোভাযাত্রাটি স্মৃতি চিরন্তন হয়ে পুনরায় টিএসসিতে গিয়ে শেষ হবে।

এপ্রিল ১৪, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: