• ঢাকা

  •  শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

বাংলাদেশ

বাংলা অ্যাকাডেমি প্রাঙ্গণে ১০ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ১৭:২৭, ১৪ এপ্রিল ২০২২

বাংলা অ্যাকাডেমি প্রাঙ্গণে ১০ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু

ছবি: সময়বিডি.কম

শুভ নববর্ষ ১৪২৯ উপলক্ষে বাংলা অ্যাকাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বৈশাখী মেলা। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বাংলা অ্যাকাডেমির যৌথ উদ্যোগে এই মেলা চলবে ২৮ এপ্রিল পর্যন্ত।

এ সময় নূরুল মজিদ মাহমুদ বলেন, আমাদের হাজার বছরের যে ঐতিহ্য, আমাদের শিল্প সমৃদ্ধ এই বাংলাদেশ, সেখানে কিন্তু আমাদের হারিয়ে যাওয়া অনেক কিছু আমরা আবার বৈশাখী মেলার মাধ্যমে ফিরে পেয়েছি।

তিনি আরো বলেন, জঙ্গিবাদ ও ধর্মভিত্তিক রাজনীতির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে আজকে আমরা সারাদেশে আবারও মঙ্গল শোভাযাত্রা করতে পারছি। এর মধ্যদিয়ে ধর্ম নিরপেক্ষতার যে অঙ্গীকার, সেটা ব্যক্ত করছি। সবশেষে আমরা যেখানেই থাকি না কেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাঙালি।

মেলার প্রতিটি স্টলেই দেশি পণ্যের পসরা সাজিয়ে বসেছে উদ্যোক্তারা। একতারা, দোতারা, খঞ্জনি, ডুগডুগি, নকশি কাঁথা, মুখোশ, কুশন, শতরঞ্জি, মাটির গহনা, তাঁত ও জামদানি শাড়ি, থ্রি-পিস, কাঁসা পিতলের বাসন, বাঁশের তৈরি ডালা, হাতে তৈরি বিভিন্ন গহনা পাওয়া যাচ্ছে মেলায়। এছাড়া রয়েছে লাড্ডু, বাতাসা, বালুসাই, মুরালি, মোয়া, মিঠাইসহ নানা ধরনের মিষ্টান্ন-সামগ্রী। 

প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা।

এপ্রিল ১৪, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: