৫ লাখ ডলার ক্ষতিপূরণ পাবে ইউক্রেনের বন্দরে নিহত নাবিক হাদিসুরের পরিবার
ঢাকা: ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত এম ভি বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের পরিবারকে পাঁচ লাখ ডলার ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। তাছাড়া জাহাজের অন্য সদস্যরা সাত মাসের বেতন পাবেন। এছাড়া নিহত হাদিসুরের ভাইকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে চাকরি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। যিনি ১ জুন বিএসসিতে যোগদান করবেন।
বুধবার (২৫ মে) ঢাকায় বিএসসি টাওয়ারে অনুষ্ঠিত বিএসসির পরিচালনা পর্ষদের ৩১২তম বৈঠকে এসব তথ্য জানানো হয়।
বিএসসির পরিচালনা পর্ষদের এই বৈঠকে সভাপতিত্ব করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
এ সময় অন্যান্যের মধ্যে পরিচালনা পর্ষদের সদস্য নৌপরিবহন সচিব মো. মোস্তফা কামাল, স্বতন্ত্র পরিচালক প্রফেসর এম শাহজাহান মিনা, স্বতন্ত্র পরিচালক ড. মো. আবদুর রহমান, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর এস এম মনিরুজ্জান, অর্থ বিভাগের যুগ্ম-সচিব নাসিমা পারভীন, ড. পীযূষ দত্ত ও মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, চলতি বছরের ২ মার্চ ইউক্রেন-রাশিয়ার যুদ্ধকালীন রকেট হামলায় ক্ষতিগ্রস্থ হয় বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ এম ভি বাংলার সমৃদ্ধি। এতে প্রাণ হারান প্রকৌশলী হাদিসুর রহমান। পরে জাহাজের অন্য নাবিক ও স্টাফদের দেশে ফিরিয়ে আনা হয়।
মে ২৫, ২০২২
এসবিডি/এবি/
মন্তব্য করুন: