• ঢাকা

  •  শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

বাংলাদেশ

লাখাইছড়া চা বাগানে টিলা ধসে ৪ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ১৮:১৭, ১৯ আগস্ট ২০২২

লাখাইছড়া চা বাগানে টিলা ধসে ৪ নারীর মৃত্যু

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাখাইছড়া চা বাগানে টিলা ধসে চার নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন।

মৃতরা হলেন- লাখাইছড়া স্কুল লাইনের সুনীল ভূমিজের স্ত্রী সুকন্তলা ভূমিজ (৪০), স্বপন ভূমিজের স্ত্রী হিরা ভূমিজ (৩০), অরুণ মাহালির স্ত্রী রাধা মাহালি (২৫) ও রিপন ভূমিজের স্ত্রী পুনি ভূমিজ (২৫)।

আহত একজনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালুকদার সংবাদমাধ্যমকে জানান, শুক্রবার বেলা ১টার দিকে উপজেলার লাখাই চা বাগানে এই দুর্ঘটনা ঘটে। নিহত চারজনই লাখাইছড়া চা বাগানের শ্রমিক।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আব্দুল কাদির সংবাদমাধ্যমকে বলেন, ঘর সংস্কারের জন্য মাটি আনতে গিয়েছিলেন তারা। টিলা অনেক উঁচু হওয়ায় ও নরম থাকায় ধসে পড়ে। ঘটনাস্থলেই চার নারীর মৃত্যু হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত শ্রমিকদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

আগস্ট ১৯, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: