• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বাংলাদেশ

প্রধানমন্ত্রী আশ্বাসে ১২০ টাকা মজুরিতেই কাজে ফিরেছেন চা-শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ১১:৫৯, ২২ আগস্ট ২০২২

প্রধানমন্ত্রী আশ্বাসে ১২০ টাকা মজুরিতেই কাজে ফিরেছেন চা-শ্রমিকরা

সারাদেশের চা বাগানে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে ১২০ টাকা মজুরিতেই কাজে ফিরেছেন চা-শ্রমিকরা। রবিবার (২১ আগস্ট) গভীর রাতে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর আশ্বাসে তারা কাজে ফিরেছেন।

মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসন ও বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে এক আলোচনা শেষে এই সিদ্ধান্ত হয়। দুই পক্ষ যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

আলোচনাসভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গল কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, সহ-সভাপতি পঙ্কজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা প্রমুখ।

জানা যায়, দেশের চা-বাগানগুলোতে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জেলা প্রশাসন এই সভা ডাকে। সভায় প্রশাসন, পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা ও বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। রাত নয়টায় সভা শুরু হয়ে শেষ হয়েছে রাত তিনটার দিকে।

চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেছেন। তারা আজ থেকে কাজে যাবেন।’

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রীর আশ্বাসে শ্রমিক নেতারা খুশি। তারা আজ থেকে কাজে যোগ দিচ্ছেন।’

এর আগে গত শনিবার সরকারপক্ষ থেকে এক বৈঠক শেষে ১৪৫ টাকা মজুরির সিদ্ধান্ত জানানো হয়েছিল। বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন নেতারা বৈঠকে সিদ্ধান্ত মেনে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণাও দেন। কিন্তু চা-শ্রমিক ইউনিয়নের বিভিন্ন ভ্যালি (কয়েকটি বাগান নিয়ে একটি ভ্যালি) কমিটি, চা-বাগান পঞ্চায়েত কমিটিসহ সাধারণ শ্রমিকরা এই মজুরি প্রত্যাখ্যান করে ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দেন। এরপর জেলা প্রশাসন রবিবার রাতে চা-শ্রমিক ইউনিয়নের নেতাদের নিয়ে বৈঠক করেন।

আগস্ট ২২, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: