• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের গোলাবর্ষণ, ১ কিশোর নিহত, আহত ৫

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ০৯:২৭, ১৮ সেপ্টেম্বর ২০২২

রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের গোলাবর্ষণ, ১ কিশোর নিহত, আহত ৫

ছবি: সংগৃহীত

বান্দরবান জেলার তুমব্রু সীমান্তের কাছে জিরো পয়েন্টে রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া মর্টার শেল বিস্ফোরণে মো. ইকবাল (১৭) নামে এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে। এতে আরো পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে পরপর চারটি মর্টার শেল পড়ে। একটি বিস্ফোরিত হলে ইকবাল ঘটনাস্থলেই নিহত হন এবং অন্য পাঁচ জন আহত হন।

নিহত মো. ইকবাল জিরো লাইন রোহিঙ্গা ক্যাম্পের মনির আহমেদের ছেলে। আহতরা হলেন; নবী হোসেন (২২), ভুলু (৪৪) সাজিয়া জান্নাত (১০), আনাচ (১২) ও সাবেকুন্নাহার।

আহতদের উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনার পর জিরো পয়েন্ট ক্যাম্পের রোহিঙ্গারা বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় নিয়েছে।

এর আগে, গত শুক্রবার দুপুরে বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে উনুসাই তঞ্চঙ্গ্যা (২২) নামে এক এক যুবক গুরুতর আহত হন। তিনি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাসিন্দা।

সেপ্টেম্বর ১৮, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: