• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বাংলাদেশ

সংসদ সদস্য শেখ এ্যানী রহমান আর নেই

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ১৭:১২, ১১ অক্টোবর ২০২২

সংসদ সদস্য শেখ এ্যানী রহমান আর নেই

পিরোজপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমান আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)।

মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা পৌনে দুইটার দিকে থাইল্যান্ডের ব্যাংককে একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৬২ বছর বয়সি শেখ এ্যানী রহমান ক্যানসার আক্রান্ত ছিলেন। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুল ইসলাম সিকদার।

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৯ থেকে সংসদ সদস্য হন এ্যানী। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী। 

শেখ এ্যানী রহমানের বাবা প্রয়াত এনায়েত হোসেন খান তৎকালীন বাকেরগঞ্জ-১৬ আসনের সংসদ সদস্য এবং পিরোজপুর মহকুমা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

অক্টোবর ১১, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: