যাত্রী নিয়ে চলতে শুরু করলো মেট্রোরেল
ঢাকা: রাজধানীর আগারগাঁও ও উত্তরা উত্তর স্টেশন থেকে সাধারণ যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টায় উভয় স্টেশন থেকে যাত্রী নিয়ে প্রথম ট্রেন ছাড়ে।
এ সময় বিপুলসংখ্যক যাত্রী উভয় স্টেশনে আসেন। তাদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
এর আগে গতকাল প্রধামন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে এ মেট্রোরেল উদ্বোধন করেন। উদ্বোধনী যাত্রায় যাত্রী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, মন্ত্রিপরিষদের সদস্যসহ নানা শ্রেণি-পেশার ২৮৫ জন মানুষ।
প্রথমদিন মেট্রোরেলের যাত্রী হতে আগারগাঁও ও উত্তরা স্টেশনে খুব ভোর থেকেই আসতে থাকেন অনেক মানুষ। সকালে স্টেশন ও স্টেশনের বাইরে বিপুলসংখ্যক যাত্রীকে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
পরে জানা যায়, প্রথম প্রথম স্টেশনে অটোমেটিক মেশিনে টিকিট কাটতে গিয়ে যাত্রীরা কিছুটা বিভ্রাটে পড়েন। এ কারণে টিকিট কাটার সারি বড় হয়ে যাচ্ছিল।
ডিএমটিসিএলের ঘোষণা অনুযায়ী, ২৯ ডিসেম্বর থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, দিনে ৪ ঘণ্টা। সর্বোচ্চ ২০০ যাত্রী নিয়ে চলবে মেট্রোরেল। পরে চলাচল ও যাত্রী বাড়ানো হবে। উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা।
ডিসেম্বর ২৯, ২০২২
এসবিডি/এবি/
মন্তব্য করুন: