• ঢাকা

  •  শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

বাংলাদেশ

মেট্রোরেলের ষষ্ঠ ও সপ্তম স্টেশন চালু

নিউজ ডেস্ক:

 প্রকাশিত: ১১:৩৫, ১৫ মার্চ ২০২৩

মেট্রোরেলের ষষ্ঠ ও সপ্তম স্টেশন চালু

ঢাকা: মেট্রোরেলের আরো দুটি স্টেশন চালু হয়েছে। ষষ্ঠ ও সপ্তম স্টেশন হিসেবে উত্তরা-আগারগাঁও রুটে ‘কাজীপাড়া’ ও ‘মিরপুর-১১’ স্টেশন বুধবার (১৫ মার্চ) থেকে চালু হয়েছে। সকাল থেকেই এ দুটি স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এই পথে বাকি আরো দুটি স্টেশন চলতি মাসের শেষ সপ্তাহে চালু হবে। তবে এখনই সুনির্দিষ্ট তারিখ বলা যাচ্ছে না বলে জানান তিনি।

চলতি বছরের জুলাই মাস থেকে মেট্রো রেলের চলাচল পুরোদমে শুরু হবে। তখন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিরতিহীনভাবে ট্রেন চলবে বলেও জানান তিনি।

চলতি মাসের শুরুতে মিরপুর-১০ নম্বর স্টেশন চালু করা হয়।

গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, রুটটি ২০২৫ সালে কমলাপুর পর্যন্ত চালুর আগেই আগামী বছর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এই ট্রেন সার্ভিস সম্প্রসারণের কথা রয়েছে।

মার্চ ১৫, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: