• ঢাকা

  •  শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

বাংলাদেশ

রোয়াংছড়িতে দুই সশস্ত্র গ্রু‌পের গোলাগুলিতে ৮ জন নিহত

অনলাইন ডেস্ক

 প্রকাশিত: ১৮:১৮, ৭ এপ্রিল ২০২৩

রোয়াংছড়িতে দুই সশস্ত্র গ্রু‌পের গোলাগুলিতে ৮ জন নিহত

বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়িতে পাহাড়ি দুই সশস্ত্র গ্রু‌পের গোলাগুলিতে ৮ জন নিহত হয়েছেন।

শুক্রবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার হামতাংপাড়ায় এই ঘটনা ঘটে। নিহতদের ম‌ধ্যে সাত জ‌নের নাম জানা গে‌ছে। তারা হলেন - ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম ও লাল ঠা জার বম।

স্থানীয়রা জানান, রাত থেকেই গোলাগুলির শব্দ শুনতে পান তারা। পরে নিরাপদ স্থানে অবস্থান নেয় এলাকাবাসী। কিন্তু সকালে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তারা। 

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘রে‌ায়াংছ‌ড়ির খামতামপাড়া এলাকা থে‌কে আটজনের গু‌লি‌বিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরনে ‘ইউনিফর্ম’ রয়েছে। মরদেহগুলো বান্দরবান সদর হাসপাতাল মর্গে আনা হচ্ছে। তবে কে বা কারা তাদের হত্যা করেছে তা জানা যায়‌নি। লাশগুলো কোন গ্রু‌পের তাও বলা যাচ্ছে না।’

এপ্রিল ৭, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: