• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বাংলাদেশ

ভাসমান দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ১৭:৩৬, ২১ মে ২০২৩

ভাসমান দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু

ছবি: সংগৃহীত

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে ঘূর্ণিঝড় মোকার কারণে বন্ধ থাকা ভাসমান দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল থেকে গ্যাসের সরবরাহ শুরু হয়েছে।

ঘূর্ণিঝড়ে তিন দিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার একটি টার্মিনাল থেকে এলএনজির সরবরাহ আংশিকভাবে শুরু হয়। এরপর শনিবার রাতে বন্ধ থাকা অপর টার্মিনাল থেকেও গ্যাসের সরবরাহ শুরু হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) উপমহাব্যবস্থাপক কে এম জহিরুল ইসলাম।

তিনি বলেন, শনিবার রাতে আরেকটি টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ শুরু হয়েছে। দুটি টার্মিনাল থেকে এখন ৮০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে পাইপলাইনে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় মোকার কারণে গত শুক্রবার (১২ মে) রাত ১১টায় ভাসমান দুটি এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এর প্রভাবে কয়েকদিন চট্টগ্রামে গ্যাস সরবরাহ কমে যায়।

মে ২১, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: