রাজধানীতে সমাবেশের অনুমতি পেয়েছে জামায়াতে ইসলামী
ঢাকা: রাজধানীতে সমাবেশ করার অনুমতি পেয়েছে জামায়াতে ইসলামী। দলটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে শনিবার (১০ জুন) সমাবেশ করতে চাইলেও, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তাদের রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলায়তনে কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে।
শুক্রবার (৯ জুন) রাত ১২টার দিকে এই অনুমতি দেওয়া হয়।
দীর্ঘ ১০ বছর পর দলটি কোনো সভা সমাবেশ করার অনুমতি পেলো। তবে পুলিশ বলেছে, মিছিল করা যাবে না; সড়কে যান চলাচলও বন্ধ করা যাবে না।
অনুমতির আবেদন করা জামায়াতের প্রতিনিধি দলের প্রধান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, পুলিশের প্রস্তাব মেনে নিয়েছেন কেন্দ্রীয় নেতারা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলায়তনে সমাবেশ করবে জামায়াত। পুলিশই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলায়তনে সমাবেশ করার ব্যবস্থা করে দিয়েছে।
সমাবেশের আয়োজক ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতও সমাবেশের অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
অ্যাডভোকেট সাইফুর রহমান জানান, ডিএমপি কমিশনারের বিশেষ সহকারী উপকমিশনার সৈয়দ মামুন মোস্তফা জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি জানিয়েছেন। শনিবার লিখিত অনুমতি দেওয়া হবে। তবে মিছিল করার অনুমতি দেওয়া হয়নি।
সর্বশেষ ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার মতিঝিলে সমাবেশ করার অনুমতি পেয়েছিল জামায়াত। এরপর থেকে ঝটিকা মিছিলে সীমাবদ্ধ জামায়াতের কর্মসূচি।
জুন ১০, ২০২৩
এসবিডি/এবি/
মন্তব্য করুন: