• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বাংলাদেশ

খুলনা সিটিতে ফের জয়ী নৌকার খালেক

অনলাইন ডেস্ক:

 আপডেট: ০৮:০০, ১৩ জুন ২০২৩

খুলনা সিটিতে ফের জয়ী নৌকার খালেক

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো খুলনার নগরপিতা হলেন।

নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, মেয়র পদে তালুকদার খালেক পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট। প্রতিদ্বন্দ্বী অন্য চার প্রার্থীর কেউই তার কাছাকাছি ভোট পাননি। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আবদুল আউয়াল পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট, জাতীয় পার্টির শফিকুল ইসলাম ১৮ হাজার ৭৪ ভোট, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন ৬ হাজার ৯৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান পেয়েছে ১৭ হাজার ২১৮ ভোট। 

তবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে স্মার্ট কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছে। 

এবার নির্বাচনে ভোট পড়েছে ৪৭ দশমিক ৮৮ শতাংশ। 

খুলনা সিটিতে সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে ৬২ দশমিক ১৯ শতাংশ ভোট পড়েছিল। ওই নির্বাচনকে নিয়ন্ত্রিত নির্বাচন বলেও নানা মহল থেকে বলা হয়েছিল। এমন অভিযোগ এনে ভোট শুরুর তিন ঘণ্টার মাথায় নির্বাচন বর্জন করেছিল বিএনপি। তবে দলীয় সিদ্ধান্তের কারণে এবারের নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী ছিল না।

এবার খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিটি করপোরেশনের মধ্যে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন। মোট ভোটকেন্দ্র ২৮৯টি।

জুন ১২, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: