• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বাংলাদেশ

কক্সবাজার পৌরসভায় নৌকার মাহাবুবুর রহমান জয়ী

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ০৮:১১, ১৩ জুন ২০২৩

কক্সবাজার পৌরসভায় নৌকার মাহাবুবুর রহমান জয়ী

হাড্ডাহাড্ডি লড়াইয়ে কক্সবাজার পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী মেয়র নির্বাচিত হয়েছেন। 

তিনি পেয়েছেন ২৮ হাজার ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত) প্রার্থী মাসেদুল হক ওরফে রাশেদ (নারকেলগাছ প্রতীক) পেয়েছেন ২৪ হাজার ৬৯৯ ভোট।

সোমবার (১২ জুন) রাত নয়টায় শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে বেসরকারি ফলাফল ঘোষণা করেন পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন।

অপর তিন মেয়র প্রার্থীর মধ্যে জগদীশ বড়ুয়া (হেলমেট প্রতীক) পেয়েছেন ৪ হাজার ১৬৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ জাহেদুর রহমান (হাতপাখা প্রতীক) ১ হাজার ৪৫২ ভোট ও স্বতন্ত্র প্রার্থী জোসনা হক (মোবাইল ফোন প্রতীক) পেয়েছেন ৬৯৮ ভোট।

রিটার্নিং কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, মোট ৪৩টি ভোটকেন্দ্রে ভোটার রয়েছেন ৯৫ হাজার ৮১১ জন। ভোট দিয়েছেন ৫৯ হাজার ৩০৬ জন। ভোট প্রদানের হার ৬২ দশমিক ৫৫ শতাংশ।

জুন ১২, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: