• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বাংলাদেশ

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ১১:৫৮, ১৩ জুন ২০২৩

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

ফাইল ফটো

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার (১২ জুন) দিনগত রাত ১টা ২০ মিনিটে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। রাত ১টা ৪০ মিনিটে হাসপাতালে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। এরপর চিকিৎসদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে, রাত ১২টার দিকে বিএনপির একাধিক সূত্র খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ বোধ করায় স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন তার চিকিৎসকরা। 

এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি চিকিৎসা শেষে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 

জুন ১৩, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: