• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বাংলাদেশ

পদ্মাসেতু এলাকায় মাইক্রোবাস চাপায় পুলিশ সদস্য ও নারী নিহত

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ১২:১৮, ২৫ জুন ২০২৩

পদ্মাসেতু এলাকায় মাইক্রোবাস চাপায় পুলিশ সদস্য ও নারী নিহত

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মাসেতু এলাকায় মাইক্রোবাস চাপায় কর্তব্যরত অবস্থায় এক পুলিশ সদস্য ও একজন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আর তিনজন। 

রবিবার (২৫ জুন) সকাল পৌনে ১০টার দিকে পদ্মাসেতুর উত্তর থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য আবদুল মোতালেব মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। তবে নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি।

মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক বজলুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘সকাল পৌনে ১০টার দিকে একটি মাইক্রোবাস পদ্মাসেতুর দিকে যাচ্ছিল। গাড়িটি পদ্মাসেতু উত্তর থানার সামনে পৌঁছালে মহাসড়কের পাশে থাকা একটি অটোরিকশা আচমকাই এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিল। অটোরিকশাটিকে বাঁচাতে গিয়ে মাইক্রোবাসের চালক গাড়িটি একজন নারী ও আমাদের পুলিশ সদস্য মোতালেবের ওপর দিয়ে একটি দোকানে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে মোতালেব ও ওই নারী মারা যান। এ ছাড়া দোকানে থাকা তিনজন গুরুতর আহত হন।

তিনি আরো বলেন, আহত ও নিহত ব্যক্তিদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

জুন ২৫, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: