• ঢাকা

  •  শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

বাংলাদেশ

নতুন যাত্রার আন্দোলন কর্মসূচি ঘোষণা ১২ জুলাই: বিএনপি মহাসচিব

অনলাইন ডেস্ক:

 আপডেট: ১৮:৪৫, ১০ জুলাই ২০২৩

নতুন যাত্রার আন্দোলন কর্মসূচি ঘোষণা ১২ জুলাই: বিএনপি মহাসচিব

ঢাকা: নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য নতুন আন্দোলনের যে যাত্রা, সেটি ১২ জুলাই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলে কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমানে যে যুগপৎ আন্দোলন চলছে, সে আন্দোলনের সব রাজনৈতিক দল-জোটগুলো-আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী ১২ তারিখে আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ জায়গা থেকে গণতন্ত্রের জন্য, একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলনের নতুন যে যাত্রা, সে যাত্রার ঘোষণা আমরা ইনশা আল্লাহ দেবো।’

এ সময় তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘সবাইকে অনুরোধ করবো, দোয়া করবেন যেন শান্তিপূর্ণভাবে কর্মসূচিগুলো পালন করতে পারি, শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যদিয়ে দেশের মানুষকে মুক্ত করতে পারি।’

বিএনপি মহাসচিবের বক্তব্যের পর খালেদা জিয়াসহ অসুস্থ নেতাদের আরোগ্য কামনা করে নেতা-কর্মীরা মিলাদ ও দোয়ায় অংশ নেন। 

অনুষ্ঠান পরিচালনা করে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

এ সময় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, জয়নাল আবেদীন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, কামরুজ্জামান রতন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জুলাই ১০, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: