• ঢাকা

  •  শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

বাংলাদেশ

এক দফা দাবীতে ঢাকায় ২ দিন এবং সারাদেশে ১ দিন পদযাত্রা করবে বিএনপি

অনলাইন ডেস্ক:

 আপডেট: ২০:৩০, ১২ জুলাই ২০২৩

এক দফা দাবীতে ঢাকায় ২ দিন এবং সারাদেশে ১ দিন পদযাত্রা করবে বিএনপি

ঢাকা: আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী ১৮ ও ১৯ জুলাই ঢাকাসহ দেশের মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। প্রাথমিকভাবে ঢাকায় দুইদিন এবং সারা দেশে একদিন পদযাত্রা করবে তারা।

বুধবার (১২ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, ঢাকায় আগামী ১৮ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালিত হবে। এদিন সারাদেশের মহানগর ও জেলা শহরেও পদযাত্রা হবে। পরদিন ১৯ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকায় উত্তরার আব্দুল্লাহপুর থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা হবে।

সমাবেশে বিএনপি নেতারা রক্ত দিয়ে হলেও আওয়ামী লীগ সরকারের অধীন নির্বাচন হতে না দেওয়ার ঘোষণা দেন। 

তাঁরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেই কেবল নির্বাচন হবে।

আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে আজ বেলা দুইটায় এ সমাবেশ শুরু হয়।

জুলাই ১২, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: