• ঢাকা

  •  শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

বাংলাদেশ

আওয়ামী লীগের বিভাগ অনুযায়ী কর্মসূচির তারিখ

নিউজ ডেস্ক:

 প্রকাশিত: ১২:০৭, ১৬ জুলাই ২০২৩

আওয়ামী লীগের বিভাগ অনুযায়ী কর্মসূচির তারিখ

ঢাকা: সারাদেশে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।

শনিবার (১৬ জুলাই) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী মঙ্গলবার রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট এবং আগামী বুধবার রংপুর, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সব জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ পালিত হবে।

এতে আরো বলা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারাদেশে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ কর্মসূচি সফল করার জন্য আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

জুলাই ১৬, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: