• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বাংলাদেশ

এসএসসি ও সমমানে পাশের হার ৮০.৩৯,জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ১৪:৫১, ২৮ জুলাই ২০২৩

এসএসসি ও সমমানে পাশের হার ৮০.৩৯,জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮

ঢাকা: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৮০.৩৯ শতাংশ। এবার কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ। আর মাদরাসা বোর্ডে ৭৪ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। সারাদেশে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

তিনি জানান, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৫৯ হাজার ২২০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র রয়েছে ৭০ হাজার ৯৭৫ জন। ছাত্রীর সংখ্যা ৮৮ হাজার ২৪৫ জন। আর মাদরাসা শিক্ষা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ২১৩ জন। এর মধ্যে ছাত্র ৩ হাজার ১৮৮ জন এবং ছাত্রী ৩ হাজার ২৫ জন।

এছাড়া ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫৫ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ২৯ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ডে ৯০ দশমিক ১৮ শতাংশ, ময়মনসিংহ ৮৫ দশমিক ৪৯ শতাংশ, রাজশাহীতে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, যশোর বোর্ডে ৮৬ দশমিক ১৭ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭৮ দশমিক ৪২ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৭৬ দশমিক ৮৪ শতাংশ, সিলেট বোর্ডে ৭৬ দশমিক ০৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

এর আগে সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। এর আগে ফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। 

সকাল ৯টায় গণভবনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি তুলে দেন। এরপর বাটন চেপে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমানের ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 

জুলাই ২৮, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: