• ঢাকা

  •  বুধবার, জানুয়ারি ৮, ২০২৫

বাংলাদেশ

আগামীকাল রাজধানীর প্রবেশমুখে অবস্থান কর্মসূচি করবে বিএনপি

নিউজ ডেস্ক:

 আপডেট: ১৯:২৬, ২৮ জুলাই ২০২৩

আগামীকাল রাজধানীর প্রবেশমুখে অবস্থান কর্মসূচি করবে বিএনপি

ঢাকা: আগামীকাল শনিবার (২৯ জুলাই) রাজধানীর প্রবেশমুখগুলোতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করার ঘোষণা দিয়েছে বিএনপি।

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আগামীকাল শনিবার (২৯ জুলাই) ঢাকা শহরের সকল গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন বিএনপির নেতা-কর্মীরা।

সরকার পতনের এক দফা দাবিতে নয়াপল্টনে মহাসমাবেশ করছে বিএনপি।

ফকরুল ইসলাম বলেন, সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

তিনি বলেন, এবার আপনাদের জন্য চমক আছে। এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অডিওতে বক্তব্য প্রদান করবেন। পরে তারেক রহমান কয়েক মিনিট বক্তব্য প্রদান করেন।

একই কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চ ও বিএনপির সমমনা ১২-দলীয় জোট।

এর আগে মহাসমাবেশ শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই বিএনপির নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করে। বেলা দেড়টার দিকে বৃষ্টি শুরু হলে মহাসমাবেশে যোগ দিতে যাওয়া বিএনপির অনেক নেতা-কর্মী সড়ক ছেড়ে দোকানপাটের সামনে অবস্থান নিতে থাকেন। বৃষ্টি চলাকালে নেতা-কর্মীদের চাঙা রাখতে মূল মঞ্চ থেকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। বৃষ্টি থেমে গেলে নেতা-কর্মীরা আবার সড়কে অবস্থান নেন।

জুলাই ২৮, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: