• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বাংলাদেশ

উপ-নির্বাচন: চট্টগ্রাম-১০ আসনে আ.লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বিজয়ী

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ০৮:৪৬, ৩১ জুলাই ২০২৩

উপ-নির্বাচন: চট্টগ্রাম-১০ আসনে আ.লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বিজয়ী

চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বেসরকারিভাবে বিজয়ী নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৫২ হাজার ৯২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে মোঃ শামসুল আলম পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট।

রবিবার (৩০ জুলাই) রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম নগরের জিমনেশিয়াম মিলনায়তনে ১৫৬টি কেন্দ্রের ফলাফল গননার পর বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান। 

অন্যান্যদের মধ্যে তৃণমূল বিএনপির প্রার্থী দীপক কুমার পালিত (সোনালী আঁশ) পেয়েছেন ১ হাজার ২৩০ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী রশীদ মিয়া (ছড়ি প্রতীক) পেয়েছেন ৫৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোঃ আরমান আলী (বেলুন প্রতীক) পেয়েছেন ৪৮০ ভোট ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট প্রতীক) পেয়েছেন ৩৬৯ ভোট।

এই উপ-নির্বাচনে মোট ভোট পড়েছে ১১ দশমিক ৭০ শতাংশ।

রবিবার সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে বিরামহীন ভোটগ্রহণ। এ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে ২ লাখ ৪৮ হাজার ৯২৯ জন পুরুষ এবং ২ লাখ ৩৯ হাজার ৬৮০ জন নারী ভোটার।

জুলাই ৩১, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: