• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বাংলাদেশ

বিজেপির আমন্ত্রণে ভারত সফরে আওয়ামী লীগের প্রতিনিধি দল

নিউজ ডেস্ক:

 প্রকাশিত: ০৮:০২, ৭ আগস্ট ২০২৩

বিজেপির আমন্ত্রণে ভারত সফরে আওয়ামী লীগের প্রতিনিধি দল

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে তিনদিনের ভারত সফরে গেছেন আওয়ামী লীগের ৫ সদস্যে একটি প্রতিনিধি দল। 

রবিবার (৬ আগস্ট) বিকেল ৫টার ফ্লাইটে তাঁরা ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দলের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন - দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যারোমা দত্ত।

এর আগে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী সাংবাদিকদের জানান, ‘আমরা রবিবার বিকেলে ভারত যাচ্ছি। এটি আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি। বিজেপির আমন্ত্রণে আমরা যাচ্ছি।’

আগামী ৯ আগস্ট প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা রয়েছে।

আগস্ট ৭, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: