• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বাংলাদেশ

সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলাজনিত চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত পুলিশ

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ১৯:৩৯, ৭ সেপ্টেম্বর ২০২৩

সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলাজনিত চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত পুলিশ

হবিগঞ্জ: আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলাজনিত যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা পুলিশের রয়েছে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক কোনো চাপ অনুভব করছেন না জানিয়ে আইজিপি বলেন, আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলাজনিত যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পুলিশ সক্ষম। পুলিশের প্রতি জনগণের সে আস্থা রয়েছে। এক সময় এ দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদের হোলিখেলা চলছিল। পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় তা এখন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন - সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান ও হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলিসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা।
 
আইজিপি পুলিশ সুপার কার্যালয়ে একটি গাছের চারা রোপন করেন।

সেপ্টেম্বর ৭, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: