• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বাংলাদেশ

শান্তিতে থাকা কেবল আওয়ামী লীগ সরকারের আমলেই সম্ভব: ফিরোজ কবির

পাবনা প্রতিনিধি

 প্রকাশিত: ২১:৩১, ১১ অক্টোবর ২০২৩

শান্তিতে থাকা কেবল আওয়ামী লীগ সরকারের আমলেই সম্ভব: ফিরোজ কবির

ছবি: সময়বিডি.কম

শান্তিতে থাকা কেবল আওয়ামী লীগ সরকারের আমলেই সম্ভব, বলেছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহমেদ ফিরোজ কবির।

বুধবার (১১ অক্টোবর) সকাল ১১টায় সুজানগরে সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ এই দেশ স্বাধীন করেছিল। তাই আওয়ামী লীগ এদেশের মানুষের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা ভাবে। আজকে যত উন্নয়ন দেখছেন এসব গত ১৫ বছরে হয়েছে। বিগত একটানা ১৫ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সুফল পাচ্ছে মানুষ। যে কারণে মানুষ শান্তিতে রয়েছে। এই যে শান্তিতে থাকা কেবল আওয়ামী লীগ সরকারের আমলেই সম্ভব।’

ফিরোজ কবির বলেন, ‘আপনার ভাল কিসে হয়, আপনার স্বার্থ কিসে সংরক্ষিত হয়, এটা আপনাকে বুঝতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের কথা চিন্তা করে, আপনারা যাতে ঠিকমতো তিনবেলা খেতে পারেন, মাথার ওপর ছাদ থাকে, অসুখ বিসুখে ওষুধ কিনতে পারেন, তার সব ব্যবস্থা নিয়েছেন। উদাহরণ স্বরূপ বলা যায়, মাতৃত্বকালীন ভাতা শুধু হাটখালী ইউনিয়নে দেওয়া হচ্ছে ৩৯ লাখ ১৭ হাজার ৩৫২ টাকা। আর সুজানগর উপজেলায় এই ভাতা দেওয়া হয় ২ কোটি ৬২ লাখ টাকা। ২০০৬ সালে বাংলাদেশের মানুষের জন্য ভাতা বাবদ খরচ করা হতো ২ হাজার ৫০৫ কোটি টাকা। আর বর্তমান সরকার বাংলাদেশের মানুষের পেছনে ভাতা বাবদ খরচ করছে ১ লাখ ২৬ হাজার কোটি টাকা। তাহলে আপনাদের জন্য এসব সুযোগ সুবিধা এই সরকার কি জন্য তৈরি করেছে। এটা ভাবতে হবে। তাই ভাল থাকতে হলে, উন্নয়ন চাইলে আগামীতে নৌকায় ভোট দেওয়ার কোন বিকল্প নেই।’

উপজেলার হাটখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, হাটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ।

বিশেষ অতিথির বক্তব্যে সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, বিএনপি সরকারের শাসনামলে এই হাটখালীতে নুরুল মাস্টার, আনিসুর মাস্টারকে হত্যা করা হয়েছিল। বিনপির জামাতের সস্ত্রাসীরা হাটখালীবাসীর উপর অরাজকতা চালিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর একজন মানুষও এখানে হত্যার শিকার হয়নি। হয়রানীর শিকার হয়নি। এই সরকার বিভিন্ন ভাতা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সামাজিক নিরাপত্তা দিয়েছে। আগামী ২৪ সালের নির্বাচনে যদি আপনারা ভুল করেন তাহলে বিএনপি জামাত আবারও মানুষকে জিম্মি করবে। সন্ত্রাসের রাজত্ব কায়েম করবে। সকল ভাতা বাতিল করবে। যদি তা না চান তাহলে আপনাদের সজাগ থাকতে হবে। নৌকার বিকল্প নেই। নৌকায় ভোট দিলে শান্তি পাবেন। এলাকার উন্নয়ন হবে। সামাজিক সুরক্ষা নিশ্চিত হবে। ইতোমধ্যে সুজানগর উপজেলায় সকল ভাতা শতভাগ নিশ্চিত করা হয়েছে।’

সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান। 

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, আমিনপুর থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ।

অনুষ্ঠানে সমাজসেবা কর্তৃক বিভিন্ন রোগী ও স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে এককালীন অনুদানের চেক এবং ভিজিডি কর্মসূচির চাউল ও ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।

অক্টোবর ১১, ২০২৩

ইকবাল কবীর রনজু/এবি/

মন্তব্য করুন: