• ঢাকা

  •  শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

বাংলাদেশ

বন্যায় ৯ জেলায় মৃত্যু ৭১

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ২০:৩০, ৩ সেপ্টেম্বর ২০২৪

বন্যায় ৯ জেলায় মৃত্যু ৭১

ফাইল ফটো

চলমান স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সারা দেশের ৯ জেলায় এখন পর্যন্ত ৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ফেনীতে। এই জেলায় মৃত্যু হয়েছে ২৮ জনের।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

এ সময় জানানো হয়, বন্যায় ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ এক সপ্তাহের মধ্যে করা হবে।

দেশের ১১টি জেলায় ৬৮টি উপজেলায় ৫ লাখ ৮২ হাজার ১৫৫টি পরিবার পানিবন্দি আছে বলেও জানায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফেনীতে ২৮, কুমিল্লায় ১৯, নোয়াখালীতে ১১, চট্টগ্রামে ছয়, খাগড়াছড়িতে এক, ব্রাহ্মণবাড়িয়ায় এক, লক্ষ্মীপুরে এক, কক্সবাজারে তিন এবং মৌলভীবাজারে একজন মারা গেছেন।

তাছাড়া, মৌলভীবাজারে নিখোঁজ আছেন একজন।

এসবিডি/এবি

মন্তব্য করুন: