• ঢাকা

  •  বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

বাংলাদেশ

ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ১১:১৮, ১২ সেপ্টেম্বর ২০২৪

ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেপ্তার

গ্রেপ্তার ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাবের র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, রাজধানীর খিলগাঁও থানার একটি মামলায় আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে গত ৪ সেপ্টেম্বর পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এ কে এম শহীদুল হককে গ্রেপ্তার করা হয়। তারা রিমান্ড শেষে এখন কারাগারে আছেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে সারাদেশে অসংখ্য মামলা হয়েছে। রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও এসব মামলায় পুলিশের ঊর্ধ্বতন সাবেক কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে।

এসবিডি/এবি

মন্তব্য করুন: