• ঢাকা

  •  শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

বাংলাদেশ

রাঙামাটিতে বিক্ষোভ, ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ১৭:০২, ২০ সেপ্টেম্বর ২০২৪

রাঙামাটিতে বিক্ষোভ, ১৪৪ ধারা জারি

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি দীঘিনালা ঘটনায় রেশ ধরে রাঙামাটিতে সংঘাত ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

সকালে দীঘিনালায় হামলার প্রতিবাদে রাঙামাটিতে পাহাড়ি শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বনরুপা বাজারে পৌঁছলে পুরো শহরে গুজব ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বনরুপা বাজারে হামলা চালানো হয়। আগুন দেওয়া হয় একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে।

বিভিন্ন এলাকায় আহতের খবর পাওয়া গেলেও হাসপাতালে দুজন চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছেন রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর খান।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে গুজব ছড়ানো হচ্ছে। মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মাঠে নেমেছে।’

বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালায় দুই পক্ষের সংঘর্ষে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। এ সময় ব্যাপক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। লারমা স্কয়ারে অন্তত ১২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। নিহত হয়েছেন তিনজন। আহত অন্তত ১২ জন।

গত বুধবার সকালে চুরির অভিযোগে গণপিটুনিতে মামুন নামের এক ব্যক্তি নিহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করে দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল থেকেই সংঘর্ষের সূত্রপাত। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এসবিডি/এবি

মন্তব্য করুন: