• ঢাকা

  •  শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

বাংলাদেশ

মেট্রোরেলের শুক্রবারের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ১৭:৩১, ২০ সেপ্টেম্বর ২০২৪

মেট্রোরেলের শুক্রবারের যাত্রা শুরু

ফাইল ফটো

চালু হওয়ার প্রায় দুই বছর পর সপ্তাহের সাত দিনই চলতে শুরু করলো মেট্রোরেল। তাছাড়া আন্দোলনের সময় হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার ৬২ দিন পর চালু হয়েছে কাজীপাড়া স্টেশন। মিরপুর-১০ স্টেশনও দ্রুত চালু করা হবে। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উত্তরা উত্তর স্টেশন থেকে শুরু হয় মেট্রো চলাচল। শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেট্রোরেল।  

ছুটির দিনে মেট্রো চলায় উচ্ছ্বসিত নগরবাসী। মেট্রোরেল শুক্রবারের দৃশ্য ছিল অন্যরকম। যাত্রীদের উপচে পড়া ভিড় দেখে বোঝার উপায় নেই যে এটি ছুটির দিনের দৃশ্য।

বিকেল সাড়ে ৩টায় উত্তরা উত্তর স্টেশন থেকে যাত্রা করে প্রথম ট্রেন। 

ছুটির দিনসহ সবদিনই ট্রেন চলাচলের সময় বাড়ানোর দাবি যাত্রীদের। 

ছাত্র-জনতার আন্দোলনে ব্যাপক ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনও চালু হয়েছে আজ শুক্রবার। 

মেট্রোরেলের এমডি মোহাম্মদ আবদুর রউফ জানান, হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ স্টেশনও কয়েক মাসেই চালুর আশা করছেন তারা। 

এসবিডি/এবি

মন্তব্য করুন: