• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বাংলাদেশ

উপদেষ্টাদের সঙ্গে সংলাপে যেসব বিষয় জানিয়েছে বিএনপি

 প্রকাশিত: ২১:৩১, ৫ অক্টোবর ২০২৪

উপদেষ্টাদের সঙ্গে সংলাপে যেসব বিষয় জানিয়েছে বিএনপি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে সংলাপ করেছে বিএনপি। বৈঠকে নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংলাপ শেষে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠক শেষে রাজধানীর হেয়ার রোডে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা ভারতে থেকে দলীয় প্রচারণা চালাচ্ছে। ভারতের সঙ্গে কথা বলে তাকে এ অবস্থা থেকে সরানোর জন্য উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানিয়েছি।

এ সময় বিএনপির প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহনযোগ্য নির্বাচনের আয়োজন করা আমাদের প্রধান লক্ষ্য।  

নির্বাচন কমিশন সংস্কারসহ নির্বাচনের প্রস্তুতি নিয়ে রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারকে বলেছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন সংস্কারসহ নির্বাচনের প্রস্তুতি নিয়ে রোডম্যাপ দিতে বলেছি। বিতর্কিত কোনো মানুষ যেন সংস্কার কমিটিতে না থাকে।

স্বৈরাচারী সরকারের দোসরদের সরিয়ে প্রশাসনে নিরপেক্ষদের নিয়োগ দেওয়ার কথা অন্তর্বর্তী সরকারকে বলেছেন বলেও জানান মির্জা ফখরুল। 

তিনি বলেন, বিচার বিভাগের ৩০ জন বিচারকের অপসারণ চেয়েছি। অন্তর্বর্তী সরকারে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল চেয়েছে বিএনপি।

পূজা নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘দুর্গাপূজাকে কেন্দ্র করে মিথ্যা তথ্য দিয়ে সহিংসতার চেষ্টা করা হচ্ছে।’

এসবিডি/এবি

মন্তব্য করুন: