• ঢাকা

  •  শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

বাংলাদেশ

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ২০:১৭, ৬ অক্টোবর ২০২৪

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার

সাবের হোসেন চৌধুরী

শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান।

তিনি জানান, আজ বিকেলে ডিবির একটি দল সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান চালায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাবেক এ মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন।

ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পরিবেশমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

সাবেক হোসেন চৌধুরীকে কোন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তা জানায়নি পুলিশ।

এসবিডি/এবি

মন্তব্য করুন: